খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, বেঙ্গালুরু: লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসছে দেশের ২৬টি বিরোধী দল। সেই বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
বৈঠকে মমতা ও অভিষেক-সহ যোগ দেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে। থাকবেন অখিলেশ যাদব, ডিকে শিবকুমার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। থাকবেন শরদ পাওয়ার, আপ-এর প্রতিনিধি ও অন্যান্য দলের প্রতিনিধিরা। সোমবার রাতে নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি।
তৃণমূল সূত্রে খবর, আজ রাতের নৈশভোজে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন না। আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। তাঁর আগে কোমর বাঁধছে বিরোধী দলগুলি। গত ২৩ জুন পাটনায় বৈঠকে বসেছিল বিরোধীরা। সেই বৈঠকে ১৫টি দল যোগ দিয়েছিল। কংগ্রেস সূত্রের খবর, সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের যে দ্বিতীয় বৈঠক হতে চলেছে, সেখানে ২৬টি বিরোধী দল যোগ দিতে চলেছে। মঙ্গলবার রয়েছে মূল বৈঠক। যদিও বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “পাটনায় পিকনিকের পর বেঙ্গালুরুতে ব্যাঙ্কোয়েট।”