বাংলাদেশের অসহায় মানুষ আমাদের দরজায় কড়া নাড়লে, আশ্রয় দেব: মমতা

56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, কলকাতা: সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ অবস্থা বাংলাদেশে। এই পরিস্হিতিতে এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অসহায় মানুষদের জন্য বাংলার দরজা খোলা রয়েছে, জানিয়ে দিলেন তিনি।

পড়শি দেশের কেউ এ রাজ্যে আসতে চাইলে, শরণার্থী হিসেবে তাঁদের ঠাঁই হবে বাংলায়। মমতা বললেন, ‘বাংলাদেশ নিয়ে কিছু বলব না। ওটা আলাদা দেশ। যা বলবে ভারত সরকার বলবে। তবে আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তাহলে আমরা নিশ্চিত ভাবে আশ্রয় দেব।

রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন, তাহলে তার পাশের এলাকাকে সেই বিষয়টা সম্মান জানাতে হবে। তবে বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও উত্তেজনায় না জড়াই। তবে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।’

বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে রবিবারই হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সেই দেশের সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, আমূল সংস্কার করতে হবে কোটা ব্যবস্থার। যার ফলে আপাতত আশা, হয়ত অশান্তি খানিক কমতে পারে।