“বুদ্ধবাবু ভালো আছেন, আমাকে দেখে হাত নাড়লেন”, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, কলকাতাঃ “বুদ্ধবাবু এখন ভালো আছেন, আমাকে দেখে হাত নাড়লেন’, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এসে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুদ্ধবাবুকে দেখতে বিধানসভা থেকে বেরিয়ে সোজা উডল্যান্ডস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি।

মমতার কথায়, ‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ওঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’ এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. সৌতিক পান্ডা বলেন, ‘ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে বের করে আনা হয়েছে। এখন তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন। মেডিক্যাল বোর্ড সারাক্ষণ তাঁর ওপর নজর রাখছে‌।

ভেন্টিলেশন থেকে বের করার পর এক ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সে সময় তিনি স্বাভাবিকভাবেই শ্বাসপ্রশ্বাস নেন বলে খবর। অসুস্থ অবস্থায় শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইদিনই মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে পারেন বলে মনে করা হয়েছিল। তবে তিনি সেদিন যাননি। আজ বিধানসভা থেকেই একবারে হাসপাতালে পৌঁছন।

শনিবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। গতকাল হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।