পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধলেন মোদি, পাল্টা কটাক্ষ মমতার

49

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে সন্ত্রাসের অভিযোগ তুলতেই প্রধানমন্ত্রীকে পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আমলে একাধিক দুর্নীতি নিয়ে তোপ দাগেন তিনি। পাশাপাশি বিরোধী জোট নিয়ে প্রমাণ ছাড়াই একাধিক ভুল মন্তব্য করছেন বলেও অভিযোগ তাঁর।

শনিবার বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ পরিষদের পূর্বাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে এরাজ্যের সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। শসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি অভিযোগ করে বলেন, খুনের খেলা খেলেছে তৃণমূল কংগ্রেস।

তাঁর অভিযোগ, বুথ দখলের জন্য তৃণমূল গুন্ডাদের ভাড়া করেছিল। একইসঙ্গে তাঁর আরও অভিযোগ, নির্বাচনের জন্য সময় না দেওয়া হল তৃণমূলের কৌশল। এমনভাবে নির্বাচনের দিন ঘোষণা করবে যে প্রস্তুতি বা মনোনয়ন জমা দেওয়ার সুযোগই মিলবে না। একইসঙ্গে ভোটারদের ভয় দেখানো এবং বিজেপি ও অন্যান্য বিরোধী দলকে নির্বাচনের কাজে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

কিন্তু তার ঘণ্টা খানেকের মধ্যে পাল্টা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি অভিযোগ করেন, টিম ইন্ডিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী যা ইচ্ছে বলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইছেন দেশের সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক, গরিব মানুষ মারা যাক। একই সঙ্গে মোদি জমানার দুর্নীতির কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পি এম কেয়ার ফান্ড, রাফাল চুক্তি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়ে বলে অভিযোগ করেন তিনি। মমতার দাবি, বিজেপি এই চিন্তাধারা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না। একইসঙ্গে আবাস যোজনার দূর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের উত্তরে মমতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই একাধিক ইস্যুতে ঘিরে রয়েছেন। তাই দূর্নীতির ইস্যু তুলতে পারেন না। প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, সাধারণ মানুষকে কখনও কখনও বোকা বানাতে যায় কিন্তু সবসময় বোকা বানাতে পারেন না মোদি।