আগামী ২৬ শে জুন নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মমতা ব্যানার্জী।

665

খবরিয়া ২৪ নিউজডেস্ক কোচবিহার, ২৩ জুন :- পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

দলীয় সুত্রে জানানো হয়েছে দলনেত্রী আগামী ২৬ সে জুন সোমবার কোচবিহার-১ নং ব্লকের চান্দামারী প্রাণনাথ হাইস্কুল ময়দানে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন।

 

গতকাল মুখ্যমন্ত্রী বিহারে গিয়েছেন। পাটনায় আয়োজিত ১৭ দলের বিরোধী জোটের সভায় যোগ দিতে।

 

তৃনমুলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জী নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন কোচবিহার থেকে। এর পর ভোটের প্রচারে  অরূপ বিশ্বাস,বাবুল সুপ্রিয় ও দেবাংশু ভট্টাচার্য গত ২২ তারিখ থেকে কোচবিহারে থেকে প্রচার চালিয়ে যাচ্ছে।

 

 ভোটের পূর্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের সভার জন্য সাজো সাজো রবে শুরু হয়েছে কোচবিহারে ।

 

ভোটের আগে মমতা ব্যানার্জীর কোচবিহারে আসাটা তৃনমুলের সাধারন কর্মীদের মনোবল চাঙ্গা করবে তা আর বলার অপেক্ষা রাখেনা।