খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ এপ্রিল, বালুরঘাট: দ্বিতীয় দফার ভোটের প্রচারে রবিবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে। এদিন বিপ্লবের হয়েই প্রচার করেন মমতা।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুমারগ্রামের চকরাম মাঠে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বলে বোমা ফাটাব। একটা কালিপটকা ফাটিয়ে দেখো। বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাব। কালো টাকা কোথায় গেল ? গদ্দার জবাব দাও।’
মমতা আরও বলেন, ‘সকলকে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। কেউ টাকা পেয়েছেন ? কোভিডের ইনজেকশন দিল। তাতেও প্রধানমন্ত্রীর ছবি। জিজ্ঞেস করুন, হরিদাস গদ্দার। কী ছিলে, কী হয়েছ? আঙুল ফুলে কলাগাছ। কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে। বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের জায়গা দেব না।’
প্রসঙ্গত, শনিবার মালদার সভা থেকে শুভেন্দু দাবি করেন, “আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আগাম বলে রাখলাম। তবে সেটা কী, সেটা বিস্তারিত বলব না। সেই বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল।” রবিবার কুমারগ্রাম থেকে তারই জবাব দিলেন মমতা। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ”বিজেপিকে ভাঙুন, নাহলে ওরা দেশ ভেঙে দেবে।”