’দেশবিরোধী’, স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতের মন্তব্যের তীব্র নিন্দা মমতার

60

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, কলকাতা: ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার দিন ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। কদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আজ, বৃহস্পতিবার তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য দেশবিরোধী বলে মোহন ভাগবতকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘‘আমি জানি না, উনি জেনে বলেছেন, না কি না জেনে বলেছেন। এটা একটা দেশবিরোধী মন্তব্য। আমি এর তীব্র সমালোচনা করছি এবং এই মন্তব্য প্রত্যাহারের দাবি করছি।’’ মমতার কথায়, ‘‘কোনও দল কি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কখনও বিকৃত করতে পারে? এ সব খুবই ডেঞ্জারাস (বিপজ্জনক) কথা। ভারতের নাম ভুলিয়ে দেবে দেখতে পাচ্ছি! ইতিমধ্যে ইতিহাসের অনেক অধ্যায় বিকৃত করা হয়েছে। সংবিধানের অনেক অধ্যায় পাল্টে দেওয়া হচ্ছে। কিন্তু এই রকম হতে পারে বলে আমার ধারণাই ছিল না! আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে ১৯৪৭ সালের ১৫ অগস্ট। এটা আমাদের গর্ব।’’

বিতর্কের সূত্রপাত গত সোমবার। ইন্দোরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে বক্তব্য রাখতে উঠে অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকে ‘প্রকৃত স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “আগে এই দিনটিকে বলা হত বৈকুন্ঠ দ্বাদশী। তবে এখন থেকে বিশেষ এই দিনকে আমাদের প্রতিষ্ঠা দ্বাদশী বলা উচিত। কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওইদিন পেয়েছে। এতদিন স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না।”

এনিয়ে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এর তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।গান্ধীজি, নেতাজি, আবুল কালাম আজাদ, বাবাসাহেব আম্বেদকর, ভগৎ সিং থেকে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রামমোহন রায়, চিত্তরঞ্জন দাশ, মাতঙ্গিনী হাজরা, বিনয়-বাদল-দীনেশ, বাঘাযতীন, বাসন্তীদেবী-সকলের নাম উল্লেখ করেন। বলেন, যারা স্বাধীনতার আগে বা পরে দেশের জন্য প্রাণ দিয়েছেন, এখনও সীমান্তে দাঁড়িয়ে দেশের হয়ে প্রাণ দিচ্ছেন, তাঁদের কেউ ভুলবে না।