খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি, কলকাতা: রাজনৈতিক কারণে জ্যোতিপ্রিয় মন্নিককে জেলে আটকে রাখা হয়েছিল। সোমবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের ঠিক আগে পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারি নিয়ে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, ”বালুকে অন্যায়ভাবে আটকানো হয়েছিল। ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই। এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি। বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই জামিন পেয়েছে। রাজনৈতিক কারণে ওঁকে জেলে আটকে রাখা হয়েছিল।’’ রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। চলতি বছরের প্রথমেই জামিনে মুক্ত হন তিনি।
আর তারপরই দলে তাঁর গুরুত্ব বেড়ে গিয়েছিল। একাধিক দায়িত্ব পেয়েছিলেন হাবড়ার বিধায়ক। বিধানসভায় তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্দিষ্ট ট্রেজারি বেঞ্চের পাশে অর্থাৎ গুরুত্বপূর্ণ আসনে থাকবেন তিনি। এসবের পর রবিবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাতছাড়া হওয়া হাবড়ার রাশ টানতে ঝাঁপাতে দেখা গিয়েছিল জ্যোতিপ্রিয়কে।