বিমান ভাড়া ও প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার, আগামী সোমবার ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী

69

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অক্টোবরঃ বিজয়ার শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার নবান্ন প্রেস কর্নারে সাংবাদিকদের সাথে প্রায় ঘণ্টাখানেক আলাপচারিতায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুযোগে উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিস্তা, জলঢাকা, তোর্সা সহ একাধিক নদীতে পরপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়েছে। গঙ্গা ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণমূলক প্রকল্প কেন্দ্রের অধীন হলেও, বাস্তবে কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি। তিনি তীব্র সুরে বলেন, “তোমরা কাজ করে সমালোচনা করো, আমি মেনে নেব। কিন্তু কাজ না করে মিথ্যা দোষারোপ করবে, তা হবে না।”

তিনি আরও জানান, বন্যায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তিনি নিজে ব্যবস্থা নিয়ে ৪৫টি ভলভো বাসের মাধ্যমে তাঁদের কলকাতায় ফিরিয়ে এনেছেন। উত্তরকন্যায় রাত তিনটে পর্যন্ত বসে ত্রাণ ও সহায়তার কাজ তদারকি করেছেন বলেও উল্লেখ করেন।

এদিন বাগডোগরা থেকে কলকাতা বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ডেপুটেশন দিতে তৃণমূল ওয়ার্কার্স ইউনিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ১১ তারিখ মাইথন এবং এরপর পাঞ্চেত ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস।

তবে সমালোচনার পাশাপাশি বিপর্যয়ের সময় সাহসিকতা প্রদর্শনকারী এক স্বাস্থ্য আধিকারিক ও দমকল বিভাগের বেশ কিছু কর্মীকে পুরস্কৃত করার কথাও ঘোষণা করেন তিনি।

আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও মিরিকের রাস্তা এখনও সম্পূর্ণ মেরামত না হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয়, দার্জিলিংয়ে বসেই পরিস্থিতি পর্যালোচনা করবেন বলে জানান।

উত্তরবঙ্গের বন্যার প্রেক্ষাপটে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব নতুন মাত্রা পেলে, এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আরও বিতর্ক ছড়াবে বলে মনে করা হচ্ছে।