শিলিগুড়িতে হোটেলের আড়ালে মধুচক্র কাণ্ডে গ্রেপ্তার আরও ১

228

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, শিলিগুড়ি: শিলিগুড়ির ব্লু মাউন্টেন হোটেল এবং রিসর্টে দেহ ব্যবসা চালানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ির জলপাই মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এসওজি টিম। ধৃতের নাম সৌরভ ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দেহ ব্যবসার জন্য মেয়েদের সরবরাহ করতো। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উল্লেখ্য,গত ২৪শে মে শিলিগুড়ির শালবাড়ির কাছে ব্লু মাউন্টেন নামে একটি রিসর্টে অভিযান চালায় এসওজি ও প্রধাননগর থানার পুলিশ। সেখানে রমরমা দেহ ব্যবসার কারবারের পর্দা ফাঁস করে পুলিশ।

বাইরের রাজ্য থেকে আসা লোকেদের কাছে যুবতীদের পাঠানো হত। এরপর পার্টি করার নামে চলতো দেহব্যবসা। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৭জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত সৌরভ ঘোষ ফুলবাড়ির বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, প্রায় ৫ বছর আগেও শিলিগুড়ি জংশন এলাকা থেকে সৌরভকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও কিছুদিন পর জামিনে ছাড়া পায় সে।