মদের দোকানে বচসা, খাস কলকাতায় ক্রেতাকে পিটিয়ে খুন!

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, কলকাতাঃ মদের দোকানে বচসার জেরে ক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে। রবিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার ঘটনা। মৃতের নাম সুশান্ত মণ্ডল। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। অন্য দিকে, এ নিয়ে ঢাকুরিয়া এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়। বাসিন্দারা ঢাকুরিয়া মোড় অবরোধ করেন প্রতিবাদে।

স্থানীয় সূত্রে খবর, সুশান্ত এদিন ঢাকুরিয়ার একটি মদের দোকানে যান মদ কেনার জন্য। দোকানির সঙ্গে ৫ টাকা নিয়ে ঝামেলা শুরু হয়। অভিযোগ, এরপরই দোকান থেকে বেরিয়ে এসে এক কর্মী সুশান্তকে ঘুসি মারতে থাকেন। এর জেরে সেখানেই লুটিয়ে পড়েন সুশান্ত। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার পরেই স্হানীয়রা ওই দোকানে ভাঙচুর চালায়। রবীন্দ্র সরোবর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। সুশান্তের পরিবারের অভিযোগ, ৫ টাকা কম পড়ায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাঁকে। ঘটনায়মূল অভিযুক্ত প্রবীর দত্ত ওরফে টিঙ্কু সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here