খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, কোচবিহার: স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মঘাতী হতে চাওয়া চিকিৎসাধীন স্বামীর মৃত্যু হল। রবিবার বিকালে সুজিত বর্মন নামে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের নাককাটিগাছ গ্রামের ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে সুজিত বর্মনের বিরুদ্ধে তার স্ত্রী পূর্ণিমা বর্মনকে খুন করার অভিযোগ ওঠে। সেসময়ে সুজিত বর্মন বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তাকে চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় এদিন বিকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।