খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, মুর্শিদাবাদঃ ১২ বছর পর রোহিত শর্মার হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি এই আশাতেই বুক বেঁধে বসেছিলেন টিভির সামনে। কিন্তু অজিবাহিনীর কাছে কোহলিদের নাস্তানাবুদ হওয়ার চাপ সহ্য করতে পারলেন না। খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো সুকুমার বন্দ্যোপাধ্যায়ের (৬১)।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ২ নং ওয়ার্ডের বড়ুয়া কলোনি এলাকায়। জানা গিয়েছে পেশায় ব্যবসায়ী সুকুমারবাবু গতকাল পরিবারের সঙ্গেই খেলা দেখতে বসেছিলেন। কিন্তু ম্যাচের ফল ভারতের বিপক্ষে যেতেই হঠাৎই মাথা ঘুরতে শুরু করে তাঁর। বুকে ব্যথাও শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
ব্যবসায়ীর স্ত্রী গীতা দেবী বলেন, বিকেলে ছাদের গাছে জল দিয়ে এসে নিচের ঘরে চেয়ারে বসে ফাইনাল ম্যাচ দেখছিলেন তাঁর স্বামী। হঠাৎই নেতিয়ে পড়েন।দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ভারতীয় দলের হারের দিন শোকের ছায়া বন্দ্যোপাধ্যায় পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।