রেলসেতুতে দাঁড়িয়ে সেলফি, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

0
20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, লখনউঃ রেলসেতুতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের। উত্তরপ্রদেশের মথুরার ঘটনা। মৃতের নাম বংশ(১৮)।

জানা গিয়েছে, তিন বন্ধুর সঙ্গে স্কুটারে করে একটি মন্দির যাওয়ার জন্য বেরিয়েছিলেন বংশ। হোলি গেট এলাকায় যানজট থাকায় তাঁরা তিওয়ারিপুরমের দিকে যান। তিওয়ারিপুরম রেল সেতুতে উঠে সেলফি তুলছিলেন তাঁরা। আচমকাই ট্রেন চলে এলে সরে যাওয়ার সুযোগ পাননি বংশ। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যদিও সরে যান তাঁর বন্ধুরা।

প্রসঙ্গত, সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা নতুন নয়। ২০১৭ সালে সেলফির নেশায় খড়্গপুর আইআইটি-র কাছে হিজলি কলেজ সংলগ্ন খড়্গপুর গ্রামীণ থানার মোরাম খাদানের জমা জলে পড়ে মারা যান এক অধ্যাপক। ২০১৯ সালে মগরায় মালগাড়ির ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here