খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, মালদা: মালদায় বিভিন্ন প্রজাতির আমের চাষ হয়। তারমধ্যে জেলা তথা সারা দেশ এবং বিদেশেও যথেষ্ট সাড়া ফেলেছে ফজলি আম। বর্তমানে ফজলি আম ৩০ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ফজলি আমের দাম বাড়তে চলেছে।
রবিবার এনএস রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, প্রথমদিকে আমের দাম না থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে ফজলি আম ৩০ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হলেও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রায় ৫০ টাকা কিলো দারে বিক্রি হবে ফজলি আম। বাজারে আমের দাম বাড়লেও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন কিন্তু প্রকৃত চাষিরা ঠিকঠাক দাম পাচ্ছেন না। সবমিলিয়ে চাষিরা এখনও ক্ষতির মুখে।