মানিক ভট্টাচার্যের নির্দেশেই নষ্ট করা হয় ওএমআর শিট, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ পর্ষদের

97

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, কলকাতা: মানিক ভট্টাচার্যের নির্দেশই প্রাথমিকের ওএমআর শিট নষ্ট করা হয়েছিল। ২০১৭-র টেট দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ ২০১৭ সালে প্রাথমিক শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের পরামর্শ মেনেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল।

পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও ওএমআর শিট নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের সবুজ সংকেতেই। তিনি নিজে এই কাজ করিয়েছেন। মানিক ভট্টাচার্য বোর্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন। তাই এটা যখন করেছেন বোর্ডের অন্যান্য সদস্যদের জানানো হয়নি।

পর্ষদের সদস্যদের সঙ্গে কোনও পরমার্শ ছাড়াই সবকিছু হয়েছে। এই কথা শুনে বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। ওই সময়ের আসল ‘মিটিং রেজিলিউশন’ কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি । আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। যদিও পর্ষদের আইনজীবীর দাবি, বোর্ড কোনও রেজিলিউশন সেই সময় নেয়নি।

২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। তখন থেকে জেলবন্দি রয়েছেন তিনি। পরে তাঁর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিকও গ্রেফতার হন। তবে স্ত্রী–পুত্র জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে জামিন চাইতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিল তাঁকে।