খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স করে দেশকে এনে দিয়েছিলেন জোড়া ব্রোঞ্জ পদক। সেই ভারতীয় শুটার মনু ভাকেরকে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করলেন। এর পাশাপাশি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গুকেশ দোম্মারাজু, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে।
মনু ভাকর স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিক্সের একই আসরে জোড়া পদক জয় করেছেন। গত বছর অগাস্ট মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অন্যদিকে ডোম্মারাজু গুকেশ গত মাসেই চিনের ডিং লিরেনকে পরাস্ত করেন এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন।
বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই কৃতিত্ব অর্জন করেছেন। খেলরত্ন পুরস্কার ছাড়াও দেশের ৩২ অ্যাথলিটের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় পুরুষ হকি দলের খেলোয়াড় জারমানপ্রীত সিং, সঞ্জয়, অভিষেক, সুখজিৎ সিং এবং মহিলাদের হকি দলের অধিনায়ক সলিমা টেটে, ভারতীয় দাবাড়ু ভান্তিকা আগরওয়াল ও অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি। প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন সরজেরাও খিলারি, ধর্মবীর, প্রণব সুরমা, হোকাটো সেমাকেও সম্মানিত করা হয়েছে অর্জুন পুরস্কারে।
অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে, সর্বজ্যোৎ সিং এবং প্যারা-অলিম্পিয়ান শুটার মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিসও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও, প্রাক্তন ডেম্পো এফসি ও ইস্ট বেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোকে সম্মানিত করা হয়েছে দ্রোণাচার্য পুরস্কারে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ক্রীড়ামন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাথলিটদের নাম ঘোষণা করা হয়। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাথলিটদের এই পুরস্কারে সম্মানিত করে থাকে দেশ।