খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, জলপাইগুড়ি: ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল জলপাইগুড়ি শহরের এক নম্বর ঘুমটি এলাকা। এদিন সকাল থেকেই এক নম্বর ঘুমটি সংলগ্ন আদর পাড়া এলাকায় একটি বিশাল আকৃতির ষাঁড় তাণ্ডব শুরু করে। সেই তাণ্ডবের জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটাই খবর।
আদরপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় মানুষ ওই পথ দিয়ে চলাচল বন্ধ করে দেয়। যদিও প্রশাসনের তরফে সেই ষাঁড়কে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দারা। ষাঁড়ের তান্ডবের ফলে বেশ কিছু জন মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে অনেকটাই দেরি হয়েছিল। পরে ষাঁড়টিকে অন্যত্র তাড়িয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় এলাকা।