মহারাষ্ট্রে রাস্তা তৈরির সময় শ্রমিকদের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত ১৬

32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, থানেঃ নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়ল ক্রেন।  ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৬  জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের থানের শাহপুরে ঘটনাটি ঘটেছে। ক্রেন ভেঙে পড়ে আহতও হয়েছেন বেশ কয়েক জন। ধ্বংসাবশেষের নীচে এখনও কেউ কেউ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, থানের সাহাপুর এলাকায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের  কাজ চলছিল।  সেই সময় আচমকা  শ্রমিকদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। ক্রেনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই  অনেকের মৃত্যু হয়। তিন জন শ্রমিক গুরুতর আহত অবস্থায়  নিকটবর্তী হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে  যায়।  উদ্ধারকাজ চলছে।

জানা গেছে, ‘গার্ডার লঞ্চিং মেশিন’ চালাচ্ছিলেন শ্রমিকেরা।  বিশাল এই ক্রেন রাস্তা বা সেতু তৈরির কাজে ব্যবহার করা হয়। সেই ক্রেনটিই আচমকা শ্রমিকদের মাথার উপর ভেঙে পড়ে।   শ্রমিকদের অনেকেই এখনও ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।  তিনি নিহতদের পরিবারগুলির জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে।