গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের তরফে সোনাদা বাজারে শহিদ দিবস উদযাপন

0
10

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, দার্জিলিং: গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের পক্ষ থেকে সোনাদা বাজারের কাছে অবস্থিত শহিদ বেদীতে শহীদ দিবস পালন করা হল। এদিন গোর্খাল্যান্ড আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার গোটা পাহাড় জুড়ে গোর্খাল্যান্ড আন্দোলন করতে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানাতে পালন করা হচ্ছ শহিদ দিবস। একইভাবে এদিন সোনাদা বাজারের কাছে অবস্থিত গোর্খাল্যান্ড আন্দোলনে শহিদ টাসি ভুটিয়ার শহিদ বেদীতে শ্রদ্ধা শহিদ দিবস পালন করল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফন্ট দলের কার্শিয়াং ব্রাঞ্চ কমিটি।

এদিন শহীদ বেদীতে খাদা দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন GNLF দলের কার্শিয়াং ব্রাঞ্চ কমিটির প্রবক্তা ভূপেন্দ্র গুরুং। এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here