খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, লখনউ: বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনের। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সিপরি বাজার এলাকায়। জানা গিয়েছে, এলাকার তিনতলা একটি ভবনে বৈদ্যুতিন যন্ত্রপাতির শো-রুম রয়েছে। তিনতলা জুড়েই শো-রুমটি সাজানো। পাশেই রয়েছে একটি খেলার সরঞ্জামের দোকানও।
সোমবার শো-রুমে আগুন লাগার পর তা দোকানটিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। টানা ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাঁসির জেলাশাসক রবীন্দ্র কুমার।