ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্টঃ ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ জয় করল ভারত। নতুনদের সুযোগ দিতে এদিনের ম্যাচেও মাঠে নামেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে ভারতীয় ব্যাটাররা। ৫০ ওভার ব্যাট করে ভারত তোলে ৫ উইকেটে ৩৫১ রান। ঈশান কিশন এবং শুভমন গিল ওপেনিং জুটিতে তোলেন ১৪৩ রান। ঈশানের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৭৭ রান। এরমধ্যে রয়েছে আটটি চার এবং তিনটি ছক্কা। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে শুভমন গিলের। তিনি ৯২ বলে ৮৫ রান করেন। ১১টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজালেন তিনি।

তিন নম্বরে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে আসে মাত্র ৮রান। সঞ্জু স্যামসন করলেন ৪১ বলে ৫১ রান। হার্দিক করলেন ৫২ বলে ৭০ রান। এরমধ্যে রয়েছে চারটি চার এবং পাঁচটি ছক্কা। সূর্যকুমার যাদব ৩০ বলে করেন ৩৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বোলার রোমারিয়ো শেফার্ড ছাড়া অন্য কোনও বোলারই এ দিন ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি। শেফার্ড ৭৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বাকি উইকেটগুলি পেয়েছেন আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি এবং ইয়ানিক কারিয়া।

৩৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বল করতে নেমেই দাপট দেখান মুকেশ কুমার। তিনি পর পর ফিরিয়ে দিলেন ব্র্যান্ডন কিং (০), কাইল মেয়ার্স (৪) এবং হোপকে (৫)। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ এবং সিরিজ় হারলেন তাঁরা।

এদিন মুকেশ ছাড়াও জয়দেব উনাদকাট এবং শার্দূল ঠাকুরও ভালো বল করেছেন। শার্দুল ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট উদানকাটের। ২৫ রান দিয়ে ২ উইকেট কুলদীপ যাদবের। এদিন প্রথম একাদশে না থাকলেও কিছুক্ষণের জন্য ফিল্ডিং করেন বিরাট কোহলি।