মাথাভাঙ্গা, ২০ জানুয়ারিঃ ৪ বছর পর নাবালিকা ধর্ষন মামলায় অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ড ঘোষণা করলো মাথাভাঙ্গা মহকুমা আদালতে। সোমবার মাথাভাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক রাজেশ তামাং-এর কোর্টে তোলা হয় অভিযুক্তকে। সেখানে সমস্ত দিকে বিচার বিবেচনা করে বিচারক রাজেশ তামাং অভিযুক্তের ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। যদিও এই কারাদন্ডের বিরুদ্ধে অভিযুক্তের পক্ষের আইনজীবী হাইকোর্টে মামলা করবেন বলেও জানা গিয়েছে।
এবিষয়ে সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক জানান, ২০২১ সালে একটি ধর্ষনের ঘটনা ঘটে। সেই অভিযুক্তকে আজ মাথাভাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। সেখানে বিচারক রাজেশ তামাং অভিযুক্তের ১০ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে মাথাভাঙ্গা ১নং ব্লকের শিকারপুর এলাকায় একজন ট্রেইলারের দোকান দারের কাছে এক নাবালিকা জামা বানাতে দিতে আসেন। তার কয়েকদিন পর সেই বানানো জামা দেখতে গেলে সেই বানানো জামা ঠিক আছে কি না পড়ে দেখতে বলে ট্রেইলার। অভিযোগ, ট্রেইলার সেই সময় নাবালিকাকে জোরপূর্বক ধর্ষন করে। ওই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত ট্রেইলারকে গ্রেফতার করে পুলিশ। প্রায় দীর্ঘ চার বছর পর আজ সেই মামলার রায় ঘোষণা করেন মাথাভাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রাজেশ তামাং।