লোকসভা ভোটের আগেই বড় সিদ্ধান্ত মায়াবতীর,ভাইপোই বিএসপি-র উত্তরসূরি!

63

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ ডিসেম্বরঃ লোকসভা ভোটের আগেই মায়াবতীর বড় সিদ্ধান্ত। উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ভাইপো আকাশ আনন্দকে। লোকসভা নির্বাচনের আগে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী রবিবার দলের বৈঠকে তাঁর ভাইপো আকাশকে দলের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছেন।

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে,বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তার ভাইপো আকাশ আনন্দকে দলের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছেন। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভাইপো আকাশ আনন্দকে দলের দায়িত্ব দিয়েছিলেন মায়াবতী। তবে নির্বাচনে দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি।

লখনউতে দলের জাতীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। আকাশকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করে তিনি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ছাড়া সারা দেশের দায়িত্ব আকাশ আনন্দের হাতে তুলে দেওয়ার ঘোষণা করে বিএসপি সুপ্রিমো।

পার্টির নেতা উদয়বীর সিং জানিয়েছেন, যে সমস্ত রাজ্য খুব কমজোরি সেখানে আকাশ আনন্দ কাজ করবেন। সেখানে যাতে সাংগঠনিক শক্তি বাড়ানো যায়, সেদিকে চেষ্টা করবেন আকাশ। উদয়বীর জানিয়েছেন,উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড বাদে বাকি রাজ্যে আকাশ কাজ করতে চলেছেন।

উল্লেখ্য,চলতি বছরে আগস্টের দিকে একাধিক রাজ্যে আকাশ বিএসপির তরফে পদযাত্রার নেতৃত্ব দেন। তখন থেকেই জাতীয় রাজনীতি আকাশকে নিয়ে ফোকাস বাড়াতে থাকে। গুঞ্জন ছিল,তাহলে কি এবার মায়াবতীর পার্টিতে উত্তরসূরি হিসাবে আকাশ আসতে চলেছেন ? একদিকে বিজেপি যখন পরিবারবাদ নিয়ে বিরোধীদের তোপ দাগছেন,তখন মায়াবতী তাঁর ভাইপো আকাশকে দলের উত্তরসূরি ঘোষণার পর রাজনৈতিক হাওয়া কোনদিকে বয়ে যায়,সেদিকে তাকিয়ে দেশ। সদ্য রাজস্থানে পার্টির দেখভাল করেছেন আকাশ। এরপরই ৫ রাজ্যে ভোট মিটতেই মায়াবতী ঘোষণা করলেন এই বড় পদেপের কথা।