খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: ৩ নম্বর বোরো অফিস কার্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়েছে। ফলে অস্থায়ীভাবে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার থেকে অফিসের কাজকর্ম শুরু হয়েছে। এদিন কার্যালয়ের সূচনা করেন মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্হিত ছিলেন পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ ও কাউন্সিলরেরা।
অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গৌতমবাবু জানান, বোরো কমিটিগুলোকে শক্তিসালী করলে তাদের অনেক কাজ হালকা হয়ে যাবে।এই কারনে বোরো কমিটি গুলোকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বছরে ১ কোটি টাকা করে দেওয়া হবে। এছাড়াও বোরোর কাজে গতি আনার লক্ষ্যে নতুন ভবন তৈরি করা হবে। সেই কাজের অঙ্গ হিসেবে আনুমানিক ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন তিনতলা বোরো অফিস তৈরি করা হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে। প্রায় দেড়বছর সময় লাগবে ভবন তৈরি হতে। আজ থেকে ৩ নম্বর বোরোর অধীন সকল ওয়ার্ডের কাজকর্ম ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল।