খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, তুফানগঞ্জ:
মহাসড়কের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবিতে পথসভা করল গণ সংগ্রাম কমিটি। সোমবার বিকালে পথসভাটি ফালাকাটা আলিপুরদুয়ার রুটের শালকুমার মোড়ে অনুষ্ঠিত হয়।
গণ সংগ্রাম কমিটির সম্পাদক বলেন, “আলিপুরদুয়ার ফালাকাটা রুটে মহাসড়ক নির্মাণের কাজ ২০১৭ সালে শুরু হয়েছিল। রাস্তা নির্মাণের জন্য ৩১ নং জাতীয় সড়ক খোঁড়া হয়েছে। মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে শেষ না হওয়ায় রাস্তায় গর্ত ও বৃষ্টির জল জমে থাকছে।এতে শালকুমারহাট, ফালাকাটা, সোনাপুর, শিশারগোর, মেজবিল, সোনাপুর, শীলবারিহাট সহ একাধিক এলাকার মানুষ সমস্যায় পড়েছেন। আমরা চাই অবিলম্বে মহা সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে শেষ করা হোক। না হলে আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”