১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কোচবিহার ২ নং ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান করল এমজিএনআরইজিএ ভেন্ডার এসোসিয়েশন

44

পুন্ডিবাড়ি, ১৯ সেপ্টেম্বরঃ ১০০ দিনের কাজের দ্রব্যসামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকার দাবিতে বিডিওকে ডেপুটেশন প্রদান করল এমজিএনআরইজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশন। এদিন কোচবিহার দুই নং ব্লকের বিডিও-র হাতে ডেপুটেশন প্রদান করেন কোচবিহার দুই নং ব্লক এমজিএনআরইজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে তাদের বকেয়া টাকার দাবিতে স্লোগান দিতে দিতে বিডিও অফিস চত্বরে আসেন। পরবর্তীতে তাদের কয়েকজনের প্রতিনিধি দল গিয়ে বিডিও সঙ্গে আলোচনা করে তাদের দাবি পত্র পেশ করেন।

জানা গেছে, গোটা জেলার সাথে সাথে কোচবিহার ২ নং ব্লকেও কন্টাকটাররা ১০০ দিনের কাজ বাবদ প্রায় ২৮ কোটি টাকার মাল সরবরাহ করেছে। কিন্তু নির্বাচনের আগে সরকার শ্রমিকদের বেতন দিলেও এখনো অধরা রয়েছে কন্ট্রাক্টরদের পাওনা টাকা। ইতিমধ্যেই পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর পর্যন্ত তারা তাদের দাবি পত্র পেশ করেছেন, সেই সাথে আজ একই সময় গোটা জেলার বিডিও অফিসে তারা তাদের দাবি পত্র পেশ করছেন। এরপরও যদি তাদের বকেয়া বিল পরিশোধ করা না হয় তাহলে তারা আইনি লড়াই লড়বে বলে জানান কন্ডাক্টর এসোসিয়েশনের জেলা কমিটির সদস্য অভিজিৎ কুমার রক্ষিত।