রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান, কেমন আছেন পাইলট?

0
88

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বর, জয়পুর: প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান। সোমবার সন্ধেয় রাজস্থানে বারমের উত্তরলাই ঘাঁটির কাছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পরেই আগুন লেগে যায় বিমানটিতে।

শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, বারমের সেক্টরে একটি রুটিন নাইট ট্রেনিং মিশনের সময়, আইএএফ-এর একটি মিগ-২৯ বিমান একটি জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়।

পাইলট ইজেক্ট করতে বাধ্য হন। পাইলট নিরাপদে আছেন এবং কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল তা জানতে ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

পাইলটের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন পাইলট। উল্লেখ্য, বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এই মিগ-২৯। অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, গত ৪ জুন নাসিকের এক গ্রামে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সেই দুর্ঘটনাতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পাইলট ও কোপাইলট দুজনেই নিরাপদে বিমান ছেড়ে বেরিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here