কোচবিহার, ১৯ জানুয়ারিঃ মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে। এদিন কোচবিহার লিচু তলার মাঠে পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি জেলার শাখার পক্ষ থেকে এই মিলন মেলা উৎসব আয়োজন করেন। সেই উপলক্ষে সেখানে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা। রবিবার এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২৫ জন কচিকাঁচা বলে জানা গিয়েছে।
এই বিষয়ে মিলন মেলার এক আয়োজক জানান,প্রতিবছরই পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে আমরা মিলন মেলার আয়োজন করি। এই অনুষ্ঠানে আমাদের পরিবারের বেশ কিছু কচিকাঁচা আসেন। তাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।