খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, দিনহাটাঃ একসময় তিনি নাকি ক্যারম চ্যাম্পিয়ন ছিলেন। তারপরে কাজের চাপে দীর্ঘদিন বিচ্ছিন্ন। কোচবিহারের দিনহাটা বাবুরহাটে নির্বাচনী প্রচারে এসে গ্রামবাসীদের সাথে ক্যারম খেলায় মেতে উঠলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একজন মন্ত্রী হয়ে এলাকার যুবকদের সাথে দাঁড়িয়ে ক্যারম খেলা এক অভিনব উদাহরণ হয়ে রইল কোচবিহার জেলায়।
মন্ত্রী বলেন, ‘ছোটবেলা থেকে ক্যারম খেলা পছন্দ করি। কাজের চাপে হয়ে ওঠে না। আজকে দেখে আর লোভ সামলাতে পারলুম না।’ তার সহ খেলোয়াড়দের কথায়, ‘একজন মন্ত্রী হঠাৎ করে এভাবে চলে আসবেন ভাবতে পারিনি। অত্যন্ত সাবলীল ছন্দে তিনি ক্যারম খেলতে চাইলেন। আমরা রীতিমতো অবাক। আজকে এলাকায় তার প্রচার অভিযান ছিল, আমরা জানতাম। কিন্তু তিনি যে হঠাৎ করে আমাদের সাথে খেলতে চলে আসবেন সেটা ভাবতে পারিনি।’
এই অভিনব জনসংযোগ মাধ্যম কে প্রশংসার চোখে দেখছে কোচবিহারের রাজনৈতিক মহল। সাধারণ মানুষের সাথে এইভাবে একাত্ম্য হয়ে যাওয়া আখেরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে অনেকটাই সহযোগিতা করবে বলে দাবি সাধারণ মানুষের।