খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, ধূপগুড়ি: পঞ্চায়েত ভোটের প্রচারে ধূপগুড়িতে জনসভা করলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার আড়াইটার কিছু পরে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের খট্টিমারিতে আসেন বাবুল। কিন্তু বৃষ্টির কারণে কর্মী সমর্থকদের উপস্থিতি কম থাকায় প্রথমে মঞ্চে উঠতে চাননি তিনি। তবে আকাশ কিছুটা পরিষ্কার হতেই কিছুক্ষণের মধ্যেই কয়েকশো মানুষ উপস্থিত হন মাঠে। এরপর তিনি মঞ্চে বক্তব্য রাখেন।
তার বক্তব্যে উন্নয়নমূলক প্রকল্পগুলো যেমন তুলে ধরেন তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি মঞ্চে তিনি গানও করেন। তাঁর গানের তালে হাততালি দিতে দেখা যায় সবাইকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “৭ দিনে ৫৬ টা সভা করেছি। মানুষের বিপুল সাড়া পাচ্ছি।”