খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, মাথাভাঙ্গা: বুধবার মাথাভাঙ্গায় নির্বাচনী প্রচার সারলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জ ১ ও ২ অঞ্চলের প্রার্থীদের নিয়ে নিশিগঞ্জ সুভাষ সদনে কর্মী বৈঠক করেন মন্ত্রী। প্রথমে নিশিগঞ্জ মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর মাথাভাঙ্গাতে পৌঁছে খোলা আকাশের নিচে কর্মীদের সাথে আলোচনা করেন তিনি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটের আবেদন রাখার নিদান দিলেন মন্ত্রী। আর সেই সাথে নিয়ে যেতে বললেন উন্নয়নের ঝুলি। উন্নয়নের বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার নিদান দিয়েছেন তিনি। নিশিগঞ্জ, মাথাভাঙ্গা, শিকারপুর গোপালপুর এলাকায় বৃষ্টিতে ভিজেও প্রচার চালান মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বিকেলে প্রচার শুরু হয় বিজেপির। প্রচারে নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি উত্তম শীল, মাথাভাঙ্গা বিধানসভার আহ্বায়ক অরবিন্দ বিশ্বাস সহ দলীয় প্রার্থীরা। তারা নিশিগঞ্জ এর বিস্তীর্ণ বাজার এলাকায় প্রচার সারেন।