খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, কোচবিহারঃ
জামালদহে প্রচারে এসে তৃনমূল কর্মী এক যুবকের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সভা না করেই চলে যাচ্ছিলেন তিনি। তাতেই ক্ষুব্ধ হন দীর্ঘক্ষণ রোদে অপেক্ষারত কর্মী সমর্থকদের একাংশ। বাধ্য হয়ে সভা বাতিল ঘোষণা করে দেওয়া হয়। পরবর্তীতে কর্মী সমর্থকদের চাপে আবারও ফিরে আসেন তিনি। সেই সময় জামালদহে পাঠাগার ক্লাব ময়দানের সামনেই স্থানীয় যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত তৃনমূল নেতাদের একাংশ বার বার হাত জোড় করে অনুরোধ করলে শেষমেশ সভামঞ্চে যান তৃণমূল নেতা। মঞ্চেই সেই যুবককে ডেকে বিষয়টি মিটিয়ে নেন মন্ত্রী।