খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, ধূপগুড়িঃ বানারহাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট ভ্যান। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপরে। দুর্ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশের এসকর্ট ভ্যানটি বানারহাট দিকে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি কন্টেনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ির দমকলবাহিনী। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক ওসি দুর্ঘটনাস্থলে যান।
পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে আনতে যাচ্ছিল পুলিশের পাইলট ভ্যানটি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে পাইলট ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ ৪ পুলিশকর্মী আহত হন। তাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ ক্রেন দিয়ে গাড়িটি সরিয়ে এলাকা যানজটমুক্ত করে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।