খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, দিনহাটা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জেড প্লাস নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন জেড ক্যাটেগরির নিরাপত্তা ছিল তাঁর জন্য। এবার তা বাড়িয়ে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি কোচবিহারে একাধিক বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ছে বলে শোনা যাচ্ছে।
দেশের সর্বোচ্চ স্তরের সুরক্ষাবলয় হল জেড প্লাস শ্রেণির। এই শ্রেণির সুরক্ষায় একজন ব্যক্তির জন্য সর্বক্ষণ ৫৫ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাদের মধ্যে ১০ জনের বেশি থাকেন এনএসজি কম্যান্ডো। তার বাইরে থাকে পুলিশের ঘেরাটোপ। সম্প্রতি নিশীথ প্রামাণিকের ওপর কোচবিহারে একাধিক হামলার অভিযোগ উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সম্প্রতি তাঁর গাড়ি লক্ষ্য করে তির ছোড়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। তার ওপরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। সব দিক বিচার করে কেন্দ্র নিশীথের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।