খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হল। মঙ্গলবার বিকেলে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা করেন সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। উল্লেখ্য এই ক্যানেল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। অবশেষে সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বীরুবাগ ক্যানেলের সংস্কারের কাজ শুরু হল। এরফলে উপকৃত হবেন তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার ত্রিশ হাজারের বেশি মানুষ। এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রাজেশ সিং, জেলা পরিষদের নব নির্বাচিত তিন প্রতিনিধি নূরজাহান বেগম, মমতা সরকার বৈদ্য ও দিনেশ মজুমদার সহ স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল শিলিগুড়িতে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। আজ আলিপুরদুয়ার জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর ধূপগুড়িতে আসেন মন্ত্রী। এখান থেকে তিনি কলকাতার উদ্দেশে বেরিয়ে যান।