খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, মালদা: স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স লুটের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতভর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল মালদার মোথাবাড়িতে। বিভিন্ন গ্রাম থেকে উত্তেজিত জনতা স্ট্রংরুমের সামনে ছুটে গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন দফায় দফায়৷ তবে শুধু বিক্ষোভই নয় । উত্তেজিত জনতা তৃণমূলের বেশ কয়েকজনের উপর হামলা চালায় বলে খবর। ভাঙচুর করা হয় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়ি।
মোথাবাড়ি বিডিও অফিসের পাশে স্ট্রং রুম করা হয়েছে। অভিযোগ, নিজের দলবদল নিয়ে স্ট্রংরুমের ভিতরে ঢোকার ক্রমাগত চেষ্টা করতে থাকেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, অভিযোগ, সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী ছাড়াও পুলিশ আধিকারিক ও বিডিও। এই নিয়ে বিরোধীদের সঙ্গে মন্ত্রীর বিরোধ শুরু হয়। বিরোধী সব দল একজোট হয়ে তাঁকে আটকান। স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে সেখানে হাজির হন। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এই বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “আমার কোনও শখ নেই স্ট্রং রুমে যাব। বিরোধীরাই ওইখানে ঢুকে বসে রয়েছে। এমনকী সিসিটিভি তারও কাটা। স্ট্রংরুমে আমাদের যেতে দেওয়া হয়নি বলেই তো আমরা প্রশ্ন করতে গিয়েছিলাম কেন ঢুকতে দেওয়া হচ্ছে না।” অপরদিকে, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী বলেন, “সাবিনা ইয়াসমিন ওই স্ট্রংরুমে গিয়েছিলেন। ঢোকার চেষ্টা করছিলেন। গ্রামবাসীরা আর আমাদের বাধার মুখে পড়ে পিছু হঠতে হয়েছে ওনাকে।” যাতে নতুন করে আর উত্তেজনা ছড়িয়ে না পড়ে তারজন্য সোমবার ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।