দিনহাটা, ১৭ জানুয়ারিঃ দিনহাটা পৌরসভা এলাকার জন্য অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পের সূচনা হল আজ। শুক্রবার দিনহাটা সংহতি ময়দানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই প্রকল্পের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও অন্যান্যরা।
জানা গেছে, দিনহাটা পৌরসভার ১৬টি ওয়ার্ডে তিনটি ভাগে উক্ত প্রকল্পের সুবিধা পাবে পৌরসভার বাসিন্দারা। ভারতবর্ষ জুড়ে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফর্মেশন প্রকল্পে শহরগুলিকে সাহায্য করার জন্য ৬৬,৭৫০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য শহর গুলিকে জল-নিরাপত্তা এবং স্বনির্ভর করে তোলা হবে বলে জানা গিয়েছে।