দিনহাটা ২নং ব্লকের আবুতারা এলাকায় জনসংযোগ যাত্রা করলেন মন্ত্রী উদয়ন গুহ

50

দিনহাটা, ৫ ডিসেম্বরঃ জনসংযোগ যাত্রা শুরু করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী দিনহাটা ২ নম্বর ব্লকের আবুতারা এলাকায় জনসংযোগ যাত্রা করেন। এদিন প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন তিনি। এদিন তিনি আবুতারা এলাকায় জনসংযোগ করেন। এদিন আবুতারা এলাকায় মন্ত্রী উদয়ন গুহ বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। এরই মধ্যে দেখা যায় বহু মানুষের বাড়িতে থাকার মত তেমন ঘর নেই। মন্ত্রী সমস্ত বিষয় শুনেন এবং সাধ্যমত তা পূরণ করার আশ্বাস দেন।

এদিনের এই জনসংযোগ যাত্রায় মন্ত্রীর সঙ্গে ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য,দিনহাটা দুই নম্বর ব্লক প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি মীর হুমায়ুন কবির,তৃণমূল নেতা বিষ্ণু কুমার সরকার সহ আরও অনেকে।

এদিনের জনসংযোগ যাত্রা প্রসঙ্গ নিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন,ধারাবাহিকভাবে এই জনসংযোগ কর্মসূচি চলছে। মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। মানুষের এটা অন্তত ধারণার সৃষ্টি হচ্ছে যে তাদের সমস্যার কথা বলার একটি মাধ্যম রয়েছে। তিনি আরও বলেন,আমি মানুষের সব সমস্যার সমাধান করতে পারবো না। কিন্তু যতটুকু পারবো তা পূরণ করার চেষ্টা করব।