বঙ্গভঙ্গের বিরুদ্ধে দিনহাটাবাসীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে মিছিল করলেন মন্ত্রী উদয়ন গুহ

0
95

দিনহাটা, ৯ আগস্টঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে দিনহাটাবাসীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে মিছিল করলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার দিনহাটা মহকুমা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা সংহতি ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়। গোটা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পরে সংহতি ময়দানে এসে মিছিলটি শেষ হয়। এদিন ওই মিছিলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় সহ আরও অনেকে।

এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ‘বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত শুরু হয়েছে। তারই বিরুদ্ধে এদিন দিনহাটার মানুষ রাজপথে মিছিল করে বুঝিয়ে দিল যে, তারা বাংলাভাগ চায় না। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার যে ‘চক্রান্ত’ করছে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সরব হয়েছে।’

উল্লেখ্য, পৃথক কোচবিহার রাজ্য কিংবা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার বিরুদ্ধে বরাবরই সরব হয়েছেন উদয়ন গুহ। কখনও পৃথক রাজ্যের দাবিদারদের হাটু ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন। আবার কখনও বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায়কে আক্রমণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here