খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুনঃ কেন্দ্রীয় বাহিনীর ২২ কোম্পানির কমান্ড অফিসারদের ফোন নম্বর প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন আধাসেনা কমান্ডারকে ফোনের মাধ্যমেই। ফোন পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
আগামী ৮ জুলাই এক দফায় হবে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ জানতে এবং তাতে হস্তক্ষেপ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি পিস রুম খুলে হেল্পলাইন নম্বর চালু করেছেন যেখানে গ্রামবাংলার মানুষজন হিংসার খবর, আক্রান্ত হওয়ার খবর পৌঁছে দিতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটার-প্রার্থীদের কোন অভিযোগ থাকলে সরাসরি কমান্ডরদের ফোন করে অভিযোগ জানানো যাবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘এক ফোনে বাহিনী’। ইতিমধ্যেই জেলা-ভিত্তিক কমান্ডারদের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। ফোন পেলেই আধাসেনা নিজের মতো করে ব্যবস্থা নেবে, যা এতদিন জেলা পুলিশ নিত।
এক ফোনে বাহিনী (Ek phone Bahini) –
পূর্ব মেদিনীপুরের জন্য – 9147888650
পশ্চিম মেদিনীপুরের জন্য – 9147888600
আলিপুরদুয়ারের জন্য – 9147889188
কোচবিহারের জন্য – 9147889251
পূর্ব বর্ধমানের জন্য- 9147888530
পশ্চিম বর্ধমানের জন্য- 9147889368