রাজস্হানে নাবালিকাকে গণধর্ষণ করে খুন! ইটভাটা থেকে উদ্ধার দগ্ধ দেহ

0
25

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, জয়পুরঃ ইটভাটা থেকে উদ্ধার হল ১৪ বছরের এক নাবালিকার দগ্ধ দেহ। বৃহস্পতিবার রাজস্হানের ভিলওয়ারায় একটি ইটভাটা থেকে দেহটি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হয় দেহ। দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে বুধবার ওই নাবালিকা তার মায়ের সঙ্গে ছাগল চড়াতে বের হয়েছিল। তারপরেই আচমকা সে তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। বাড়ি ফিরে পরিবারের লোকজন ও গ্রামবাসীদের বিষয়টা জানান ওই কিশোরীর মা। তারপর সবাই মিলে সারারাত খুঁজেও তাকে পাননি।

এদিন সকালে বাড়ি কাছের একটি মাঠে ইট ভাটায় নাবালিকার পুড়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশ ওই ইট ভাটার মধ্যে থেকে হাড়, রুপোর নূপুর ও জুতো পেয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনাস্থলে জমায়েত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি তুলেছে। তাঁদের দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে।

সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, বুধবার পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই বছরের শেষেই রাজস্হানে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দিকে আঙুল তুলেছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here