থামল ১ সপ্তাহের লড়াই, কোচবিহারে মৃত্যু নির্যাতিতা নাবালিকার

64

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, কোচবিহার:
থামল লড়াই। প্রায় সাতদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে মৃত্যু হল নির্যাতিতা নাবালিকার। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

জানা গিয়েছে, গত ১৮ জুলাই স্কুল থেকে ফেরার সময় কয়েক জন যুবক অপহরণ করে ওই নাবালিকাকে। তার ওপর চলে যৌন নির্যাতন। এদিকে বাড়ি না ফেরায় থানায় মিসিং ডাইরি করা হয় পরিবারের তরফে। পরে জানা যায়, নাবালিকা কোচবিহারের হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রের খবর, নির্যাতনের ফলে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহারের একটি নার্সিংহোম হয়ে ২০ জুলাই মাঝরাতে মেয়েটিকে কোচবিহার এনজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত কয়েকদিন প্রায় সংজ্ঞাহীন থাকার পর এদিন সকালে মারা যায় কিশোরী। ঘটনার তদন্ত নেমে পুলিশ বাপ্পা বর্মন সহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ধৃতরা ওই নাবালিকারই প্রতিবেশী বলেন জানিয়েছে পুলিশ। এদিন নাবালিকার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল হাসপাতাল চত্বরে। হাসপাতালে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। নাবালিকার বাবাকে কার্যত দড়ি টানাটানি শুরু হয়ে যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে।  মেয়ের মৃত্যু তার ওপর এই টানাটানিতে অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকার বাবা। ঘটনায় কোচবিহারে শোকের ছায়া। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার।