খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল। বুধবার রাতের ঘটনা। জানা গিয়েছে, গতকাল নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সেই সময় বাপি গোস্বামীর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা স্বপন দত্ত ৷ প্রচার শেষে দু’জনেই দলীয় গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে তিনি অন্য পথ ধরে সোজা কোতয়ালি থানায় চলে আসেন। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন এবং ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।