বিশ্বজিৎ মন্ডল,মালদা, ৮ ডিসেম্বরঃ ফাঁকা বাড়িতে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে গোটা ঘর লন্ডভন্ড করে সোনাদানা,নগদ টাকাকড়ি সহ একটি টিভি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ১৮নং ওয়ার্ডের বিনপাড়ায়। ঘটনায় জড়িত এক যুবককে ধরে স্থানীয়রা তুলে দেন মালদা থানার পুলিশের হাতে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনপাড়া এলাকার বাসিন্দা দিলীপ মন্ডল সপরিবারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। সেই সুযোগে চুরির ঘটনা ঘটে। চুরি করার পর এদিন স্থানীয় মার্কেটে টিভি বিক্রি করতে যাওয়ার সময় ধরা পড়ে যায় এক যুবক। এরপর স্থানীয়রা ওই যুবককে পুরাতন মালদা থানা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম বাপ্পা ঘোষ। তার বাড়ি মঙ্গলবাড়ী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।