খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাইঃ বাচ্চাকে স্কুলে রেখে নিখোঁজ এক বিবাহিত মহিলা? নিখোঁজের পিছনে পরকীয়া প্রেম নাকি অন্য কিছু? প্রশ্ন উঠছে এলাকায়। ঘটনাটি ধুপগুড়ির সাকোঁয়াঝোরা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোসাইরহাটের ঠাকুর পাঠ সংলগ্ন এলাকার।
জানা যায়, ওই গৃহবধূ প্রায় সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক স্ত্রী সন্তানদের পেটের ভাত যোগানোর জন্য দিন রাত এক করে ভিন রাজ্যে পরিশ্রম করছে। কিন্তু এদিকে তার স্ত্রী উধাও হওয়ার ঘটনায় মাথায় হাত পড়েছে স্বামীর। তবে কি সে কারো সাথে পালিয়ে গিয়েছে প্রশ্ন উঠছে?
ওই গৃহবধূর শাশুড়ি মিনু বালা রায় জানান, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ তার সন্তানকে স্কুলে নিয়ে যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও ওই গৃহবধূ বাড়িতে ফেরেনি স্কুল শেষ হওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ গৃহবধুর সন্তানকে বাড়িতে পাঠায় কিন্তু ওই গৃহবধূ গেল কই ? মাথায় হাত পড়েছে পরিবারের।
তিনি আরও জানান, মাঝেমধ্যেই ফোনে ব্যস্ত থাকতেন ওই গৃহবধূ। পরিবারের মানুষজনের সাথেও খারাপ আচরণ করতো, শশুর শাশুড়ির মধ্যে কোনভাবেই বনী বনা হতো না গৃহ বধূর। এদিকে স্বামী নিখোঁজের ঘটনায় ভিন রাজ্য থেকে চিন্তার ভাঁজ পরেছে পরিযায়ী শ্রমিকের।