খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ নভেম্বর, কলকাতা: নির্বাচনী প্রচারে এসে ম্যানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসার ঘটনা।জানা গিয়েছে, এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার এসেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়।
এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি জানায়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ‘মহাগুরু’র মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি। বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তার সমর্থনে আয়োজিত একটি জনসভায় ভাষণ দিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁকে দেখেই ভিড় বেড়ে গিয়েছিল। ভিড় সামলানোর কোনও ব্যবস্থা ছিল না।
নিরাপত্তারও ব্যবস্থা ছিল না। ‘মিঠুন দা’-কে কাছ থেকে দেখতে ভিড়ের মধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি। পকেটমাররা তারই সুযোগ নেয় বলে অনুমান। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার সেই রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। চলছে জোয়কদমে প্রচার।