খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, মুম্বইঃ প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে মুম্বইয়েই মৃত্যু হয় তাঁর। এদিন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী ঠাকুমার মৃত্যুর খবর জানিয়েছেন।
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’ প্রসঙ্গত, তিন বছর আগে বাবাকে হারান মিঠুন। এবার মাতৃহারা হলেন অভিনেতা।