মিলল সচিবালয়ের অনুমতি, বিধানসভার কাজে যোগ দিতে পারবেন মানিক

112

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, কলকাতা: জামিন পাওয়ার পর, এবার বিধানসভার কাজে যোগ দেওয়ার অনুমতি পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।  জামিন সংক্রান্ত যাবতীয় নথি গত মঙ্গলবার তিনি বিধানসভার সচিবালয়ে জমা দিয়েছিলেন। সেই সব তথ্য যাচাই করেই তাঁকে অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর মানিককে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন মানিক। ইডির তরফে অভিযোগ করা হয়েছিল মানিক ওএমআর শিট নষ্ট করেছে। আর সেই অভিযোগের কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বারাবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা।

অবশেষে ২৩ মাস পরে জামিন পেয়েছেন। জামিন দিলেও মানিকের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত। মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না, এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না ।

মুক্তি পেয়ে মঙ্গলবার প্রথম বারের জন্য বিধানসভায় আসেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দু’জনের মধ্যে দীর্ঘ ক্ষণ কথা হয়। সূত্রের খবর, মানিককে দ্রুত বিধানসভার কাজে যোগদান করতে বলেন স্পিকার। বিধানসভার উচ্চশিক্ষা এবং আরও একটি কমিটির সদস্য মানিক। আগামী সপ্তাহ থেকেই সেই সব কমিটির বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি।