খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় রেসকিউ টিম গঠন হল। রাজবাড়ি দিঘিতে একটি মহড়ার মাধ্যমে পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদের নিয়ে বন্যা মোকাবিলা বা হঠাৎ জল বাড়লে কীভাবে মানুষদের নিরাপত্তা দেওয়া যায় তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ জলে ডুবে গেলে কীভাবে সেই ব্যক্তিকে উদ্ধার করা যায় তারও প্রশিক্ষণ দেওয়া হয় এদিন।
এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পুর ইন কাউন্সিলর তথা পুরসভার ডিজাস্টার অ্যান্ড ম্যানেজমেন্টের ইনচার্জ স্বরূপ মণ্ডল বলেন, “আপৎকালীন পরিস্থিতিতে মানুষের সহযোগিতা করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম ২০১১ সালে সিকিমের ভূমিকম্পপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এইবার আবার নতুন ভাবে সেই উদ্যোগ নেওয়া হল।